Header Ads

Header ADS

বায়স্কোপ: সামু ব্লগের জনপ্রিয় ব্লগার কাওসার চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ


"জানেন আফা, কোনদিন বোনটির কোন স্বাদ-আহ্লাদ বাদ রাখিনি। কোন অভাব বুঝতে দেইনি। এই রিক্সায় প্যাডেল দিয়েই তাকে স্কুল-কলেজ-ভার্সিটিতে পড়াইছি। এখন ওর বয়সি কোন মেয়ে রিক্সায় উঠলে কথা বলি, ভালমন্দ খবর নেই। তবে অনেক সময় কেউ কেউ মাইন্ড করে। কোনদিন বিষয়টি কারো সাথে শেয়ার করিনি, আজই প্রথম আপনাকে বললাম।

কি করবে কিছুই বুঝতে পারছে না মোনা; আচমকা একটা ধাক্কা খেলো, হার্টবিট হঠাৎ বেড়ে গেল আর চোখ দু'টি ঝাপসা হয়ে উঠলো। মনে হচ্ছে জড়িয়ে ধরে লোকটিকে সান্তনা দিতে। লোকটির চোখের পানি মুছে দিতে। কিন্তু কিছুই করতে পারে নাই নিজে মেয়ে মানুষ বলে। অনেক আলাপ চারিতায় মানুষটার সাথে একটু মায়াও জন্মেছে তার। কোন মতে ভাড়া মিটিয়ে সস্তা শান্তনা দিয়ে ঘরের সদর দরজার দিকে পা বাড়ালো।

ঘরে যেতে যেতে খেয়াল হলো লোকটির বোনের সাথে তারও অনেকটা মিল আছে। সে এবার ঢাকার একটি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাশ করেছে, পাশাপাশি বিসিএস কোচিং করছে। তাহলে কী লোকটি জানে আমিও বিসিএস কোচিং করছি? আরো মিল আছে! লোকটার মতো তারও বাবা-মা কেউ জীবিত নেই। এছাড়া মোনার একমাত্র বড় ভাইটিও ড্রাইভার। তবে রিক্সার নয়, বিমানের।"


যে গল্পটির ছোট্ট একটি অংশ পড়েছেন সেই গল্পটির নাম হল 'তিন চাকার চক্র'।

লেখক সম্পর্কে এবার একটু জানা যাক

কাওসার চৌধুরীর জন্ম ও বেড়ে উঠা  সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামে।লেখালেখির প্রতি তার প্রচণ্ড টান থাকলে তাঁকে লেখালেখি থেকে দূরে থাকতে হয়েছে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে কয়েক বছর কাটানোয়।

মূলতঃ প্রবন্ধ লেখতেই  তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি গল্প, অনুবাদ, ফিচার ও রম্য লেখেন।

কাওসার চৌধুরী একজন আশাবাদী মানুষ। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ই আমার অঙ্গীকার। তিনি স্বপ্ন দেখেন সত্যিকারের স্বাধীনতার চেতনায় দেশ একদিন পরিচালিত হবে। তিনি বিশ্বাস করেন, একমাত্র ভালবাসা দিয়েই পৃথিবীটাকে বসবাসযোগ্য, নিরাপদ আর ক্ষুধামুক্ত করা সম্ভব; হিংসা, ঘৃণা, যুদ্ধ আর বৈষম্য দিয়ে নয়।

 বইটি সম্পর্কে লেখকের দুটি কথা:

"অবশেষে কিছু অনুভূতি আর কাঁচা মস্তিষ্কের ভাবনা ফ্রেমবন্ধী হলো। জীবনে অনেক কিছু হতে চেয়েছি কিন্তু লেখক হওয়ার দুঃসাহস কখনো হয়নি। নিজের ভাবনাগুলো মলাটবন্দী হবে তা গত দুই বছর আগেও ছিল অবিশ্বাস্য।'


কৃতজ্ঞতা জানাই যারা দীর্ঘদিন থেকে ব্লগে আমার লেখা পড়ে পরামর্শ, সাহস ও উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা না পেলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। সম্মানিত সহ ব্লগার ও পাঠকদের গঠনমূলক কমেন্ট আমার লেখার দূর্বলতা কাটিয়ে উঠতে দারুণভাবে সহায়ক ছিল। এজন্য প্রিয় সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই।" 

লেখকের কি সহজ সরল স্বীকারোক্তি! সহজ সরলভাবেই লেখক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামহোয়ারইনব্লগ এর সহ ব্লগারদের কাছে।

কারণ?

কারণ সহ ব্লগাররদের মন্তব্য একদিকে নিজের ভুলগুলো সংশোধন করতে পেরেছেন, অন্যদিকে পেয়েছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

সবাই আগে যেভাবে কাওসার ভাইকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, এখনো যেন দেন সেই অনুরোধ করব।

লেখকের বই সংগ্রহে রাখুন, বই সম্পর্কে রিভিউ লিখুন। রিভিউ মানে এই না যে চোখ বুঝে লেখক বা বইয়ের প্রশংসা করা।

রিভিউ মানে,  বইটি পড়ে আপনি ফিল করেছেন সেই প্রতিক্রিয়া প্রকাশ করা। এখানে লেখকের লেখা যদি ভালো না লাগে সেটাও অকপটে বলে ফেলবেন। ভুলগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করবেন। তবেই না লেখক ভুল শুধরাতে সক্ষম হবেন।

কাজেই সহ ব্লগারদের বলব, সামুর যে ব্লগারদের বই প্রকাশ হচ্ছে তাঁদের বই সংগ্রহে রাখার চেষ্টা করবেন, বিশেষত নতুনদের বই।

লেখক সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত: 

সামহোয়ারইনব্লগের ব্লগারদের আমি সম্মানের চোখে দেখি  তাঁদের প্রতি আমার অন্য রকম একটা শ্রদ্ধা আছে। কিন্তু যে কজনের প্রতি আমার শ্রদ্ধা অধিক থেকে অধিকতর তাদের মধ্যে একজন হলেন কাওসার ভাই।

একদিন তিনি ব্লগে একজন ব্লগারের পোস্টে তার ভুল ধরিয়ে দেন।  যাকে ভুল ধরিয়ে দিয়েছিলেন তিনি তখন এস এস সি পাশ করেছিলেন মাত্র। অথচ সে কাওসার ভাইয়ের সাথে রীতিমতো রেগে কথা বলে। মারাত্মক উলটা পালটা মন্তব্য করে। কাওসার ভাই কিন্তু তারপরও কাওসার ভাই তাকে কোন বিরূপ মন্তব্য করেননি। আমি ওই ব্লগারের নাম বলতে চাচ্ছি না। হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে।

মূলত সেদিন থেকেই কাওসার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধাটা খুব করে বেড়ে যায়। ওনার বই প্রকাশিত হচ্ছে আর আমি যদি রিভিউ না লিখি নিজের প্রতি নিজেরই ঘৃণা হবে। তাই লিখে ফেললাম।

প্রিয় ব্লগার ও পাঠক। আপনার রিভিউ লিখুন। ভালোলাগা বই নিয়ে পোস্ট করুন, প্রচারণা করুন। এতে পাঠকেরও উপকার হবে, লেখকেরও উপকার হবে।

বই হোক পৃথিবীর, পৃথিবী হোক বইয়ের।

বই (গল্পগ্রন্থ): বায়স্কোপ
লেখক: কাওসার চৌধুরী
প্রচ্ছদ শিল্পী: মুস্তাফিজ কারিগর
মোট গল্প : ১১ টি
পৃষ্ঠাসংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য: ২০০

 সামহোয়ারইনব্লগে লেখাটি

No comments

Powered by Blogger.