Header Ads

Header ADS

মিউজিক রিভিউ : মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়



এখন অনেক রাত। ঘরের ডিম লাইটা টা নিভানো। অন্ধকার ঘর। না, একেবারে অন্ধকার না। জানাল দিয়ে রহস্যময়  জোছনার অপরূপ আলো আসছে.. সেই আলোতে, আলো আধারির খেলাতে কল্পনায় না হারিয়ে যিনি মোবাইল টেপাতে ব্যস্ত আছেন, আমার দৃষ্টিতে সে একজন হতভগা, মারাত্মক হতভাগা।

এই সুন্দর জোছনা রজনীতে গান শুনতে কার মন না চায়..?

যেহেতু এখন মাঝ রাত সেহেতু মাঝ রাতকে নিয়েই একটি গান শুনি যে গানটা আমার খুবি প্রিয় একটি গান।

গান: মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়।
ব্যান্ড: অবসিকিউর।
সময়কাল : ১৯৮৮/৮৯

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।

আকাশের নীল যদি আধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিড়ে যদি ঝরে জল
বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ

সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেব, মান ভেংগেছো।

রুপালী বিজলী যদি নিরব থাকে,
কেদোনা ভেবো শুধু আমিতো আছি।

গান : মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ব্যান্ড : অবসিকিউর।
সময়কাল : ১৯৮৮/১৯৮৯
রিভিউর সময়কাল : ১ এপ্রিল ২০১৮, রাত ১২:৫৪ 


গানটির লিংক: http://download.music.com.bd/Music/O/Obscure/Obscure%20-%20Majh%20Raate%20Chaad%20Jodi%20(music.com.bd).mp3

No comments

Powered by Blogger.