Header Ads

Header ADS

আমরা কি পেরেছি আত্মাকে শুদ্ধ করতে....?


চলছে পবিত্র রমজান মাস। এই মাসেই সকল
আসমানি কিতাব নাজিল হয়। এই মাস
ইবাদত করার বা পুণ্য অর্জন করার জন্য
বসন্তকাল।

এই মাস সংযত হবার মাস, আত্মাকে শুদ্ধ
করার মাস। এই রমজান মাস মহান আল্লাহর
নৈকট্য লাভের মাস।

প্রতি বছরই রমজান আসে, রমজান যায়।
কিন্তু আমরা কি আমাদের আত্মাকে শুদ্ধ
করতে পেরেছি? পেরেছি কি মহান
আল্লাহকে সন্তুষ্টি করতে?

তাই আসুন আমরা অন্তত এই মাসে আমরা
আমাদের আত্মাকে শুদ্ধ করার শপথ গ্রহণ
করি। চেষ্টা করি মহান আল্লাহর সন্তুষ্টি
অর্জনের জন্য। আসুন নামাজ রোজার
পাশাপাশি আল-কুরআন পাঠ করি। সম্ভব
হলে ভালো কিছু ইসলামিক বই পড়ি।
আমরা সবাই মুসলিম। তাই আমি মনে করি
বাধ্যতামূলকভাবেই আমাদের প্রাণপ্রিয়
নবীর জীবনী নিয়ে রচিত বই পড়া
প্রয়োজন।

সব মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ
করছি, আপনারা বিশ্বনবীর জীবনী পড়বেন।
যেকোন লেখকের পড়বেন, সমস্যা নাই। আমি
মুফতি মোহাম্মদ শফী (রহঃ)-র "সীরাতে
খাতামুল আম্বিয়া বা বিশ্বনবীর জীবনী"
বইটি পড়ছি যেটি অনুবাদ করেছেন
মাওলানা মোহাম্মদ যুবায়ের(ভূতপূর্ব
মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া,
ময়মনসিংহ)। এই বইটি বাংলাদেশের সব
কওমি মাদ্রাসায় পড়ানো হয়। যখন প্রথম 'সীরাতে খাতামুল আম্বিয়া' পড়ি তখন সাথে সাথেই মসজিদে বসে বই এর শুরুর দিকের একটি অংশ থেকে নবীর শুভাগমনের সময় বিস্ময়কর কিছু ঘটনা নিয়ে
একটি কবিতা লিখি। কবিতাটি নীচে
দিলাম।
....

প্রাণের নবীর শুভাগমন


প্রানের নবীর শুভাগমন
আসহাবে ফীল(হস্তীমালিক বাহিনী) যখন
কাবা শরীফে করে আক্রমণ
ক্ষুদ্র পাখির দল আবাবিলে হয় তাদের পতন
সে যে আমার প্রানের নবীর শুভাগমন

নবুওয়ত সূর্যের কিরণ রশ্মির হলে প্রসারণ
পারস্যের রাজ্য কিসরার শাহী মহলে হয় ভূকম্পন।
রাজ প্রাসাদের চৌদ্দটি চুড়ায় ধরে রে ভাঙ্গন
সে যে আমার প্রানের নবীর শুভাগমন।

পারস্যের অগ্নিশালায় যে আগুন সহস্র বছর বিরতিহীন জ্বলেছে
দেখ, দেখ সবাই, আজ তা নিজে নিজেই নিভে গেছে
সাম্য-শান্তির বার্তা, মহাবিশ্বের একি মহাপরিবর্তন!!
সে যে আমার প্রানের নবীর শুভাগমন!!

লেখার সময়কাল : ১৬ জুন ২০১৭ 

No comments

Powered by Blogger.