Header Ads

Header ADS

মুভি রিভিউ: The Book Thief

মুভিটি নির্মান করা হয়েছে অস্ট্রেলিয়ান লেখক Markus Zusak এর উপন্যাস The Book Thief অবলম্বনে।

 ১৯৩৯ সাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আর তার পরবর্তী সময়ে আবর্তিত হয়েছে মুভির কাহিনী। দারুন করে ফুটিয়ে তোলা হয়েছে এক কন্যার সাথে তার দত্তক পরিবারের বন্ধন আর নানা ঘটনার বেড়াজালকে।দেখানো হয়েছে লিজেল নামের মেয়েটির জীবনের চাকা ঘুরে যাবার কাহিনী, সম্পূর্ণ এক অপরিচিত পরিবারে কিভাবে আষ্ঠেপৃষ্ঠে বেধে যেতে পারে তার নমুনা।

 কাহিনী ছাড়াও লিজেল চরিত্রে Sophie এর অভিনয়ের তুলনা চলেনা। সাথে রয়েছে রুডি চরিত্রে Nicor এর অভিনয়। আর Jeofrey Rush এর কথা তো নতুন করে বলার কিছু নেই।এখানেও তার ব্যতিক্রম ছিল না। সম্পূর্ণ ভিন্ন চরিত্রে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি।অনেক ভাল লাগার মধ্যে আরেকটা ভিন্ন রকম ভালা লাগা ছিল লিজেলের পড়তে শেখার ধরনটা। বাবার কথা মত নিজেদের বাড়ির সেলারে তার নিজস্ব ওয়ার্ড ব্যাংক ছিল একটা বড় শেখার মাধ্যম। যখনি লিজেল নতুন কোন শব্দ শিখেছে তখনি তা ওয়ার্ড ব্যাংকে ডিকশনারির মত করে সাজিয়ে নিয়েছে। যদিও স্কুলে পড়ানোর অভিজ্ঞতার সুবাদে পদ্ধতিটা জানা কিন্তু ভাল লেগেছে মুভিতে এমন একটা দিক দেখে।ভাল লেগেছে মুভির কনসেপ্ট, সিনামোটোগ্রাফি আর দৃশ্যায়ন।

লিখেছেন: Gautam Taron 

No comments

Powered by Blogger.