Thursday, April 19, 2018

যে কারণে এই ব্লগ সাইটটি খোলা হয়েছে....


ব্লগে এটি আমার প্রথম পোস্ট। আমি লিখতে চাই, আমার মাঝে যে জ্ঞান আছে যদিও সে জ্ঞান খুবই অল্প, খুবই নগণ্য তবুও সে জ্ঞান মানুষের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই।

ব্লগটি যদি সচল থাকে তাহলে হাজার থেকে লক্ষাধিক শব্দ পর্যন্ত এখানে নিঃসৃত হতে পারে আমার অতি তুচ্ছ জ্ঞান থেকে।

সেই শব্দভাণ্ডার বা শব্দমালা থেকে একটি শব্দও যদি মানুষের উপকারে  আসে তাহলে আমার ব্লগিং জীবন বা লেখার জীবন স্বার্থক হবে।


- ধন্যবাদ।

No comments:

Post a Comment